গত বছর ডিসেম্বরে ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রিতে মুক্তিপ্রাপ্ত পুষ্পা ২: দ্য রুল সিনেমা দিয়ে দর্শক মহলে দারুণ সাড়া পান রাশমিকা মান্দানা। সুকুমার রায়ের পরিচালিত সিনেমায় আল্লু অর্জুনের বিপরীতে দারুণ অভিনয় করে ২০২৫ সালের শুরুটাও মাতিয়ে রাখেন এ অভিনেত্রী। তবে এবার বলিউড ভক্তদের চমকে দিয়ে মুক্তি পেতে যাচ্ছে রাশমিকা অভিনীত সিনেমা ‘ছাবা’।
চলচ্চিত্রটি পরিচালনা করছেন লক্ষ্মণ উতেকর। রাশমিকার পাশাপাশি এ সিনেমায় অভিনয় করছেন ভিকি কুশল, অক্ষয় খান্না, বিনীত কুমার সিংসহ আরও অনেকে। এরই মধ্যে সিনেমাটির ট্রেলার প্রকাশ পেয়েছে। শিবাজি সায়ন্তের লেখা একই নামের উপন্যাসের ওপর ভিত্তি করে নির্মিত হতে চলেছে এ সিনেমা। এতে সাম্বাজি মহারাজের জীবন সংগ্রামের নানা দিক তুলে ধরবে, বিশেষ করে তার বাবার মৃত্যু-পরবর্তী ঘটনাগুলো। তবে এ সিনেমায় একদম ভিন্ন রূপে দেখা যাবে রাশমিকা মান্দানাকে।
এই চলচ্চিত্রটিতে অভিনেত্রীকে দেখা যাবে মহারানি ইয়েসুবাই চরিত্রে। আগের সব সিনেমা থেকে এবার ‘ছাবা’তে একদম নতুন চরিত্র এবং নতুন রূপে ফিরছেন রাশমিকা। এ বিষয়ে ভারতীয় এক ইভেন্টে এই সুন্দরী বলেন, ‘আমি সবসময় এমন একটি চরিত্রে অভিনয় করার জন্য প্রার্থনা করতাম।
আমার ইচ্ছাটা পূরণ করলেন নির্মাতা লক্ষ্মণ স্যার। এ সিনেমায় অভিনয় করে আমি এতটাই খুশি যে, এখন হাসিমুখে অবসরে যেতে পারব।’ সিনেমা এবং তার ট্রেলার সম্পর্কে আরও কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘এ ট্রেলারটি আমাকে আবেগাপ্লুত করে দিয়েছে, ভিকি যা অভিনয় করেছে, সেটা অবিশ্বাস্য। তিনি সত্যিই একজন ছাওয়া। তার অভিনয় দক্ষতা অসাধারণ।’
ছাবা’ একটি ঐতিহাসিক অ্যাকশননির্ভর সিনেমা। এতে মারাঠা রাজা ছত্রপতি সাম্বাজি মহারাজের চরিত্রে অভিনয় করছেন ভিকি কুশল। সিনেমাটি আগামী ১৪ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে।
‘ছাবা’ ছাড়াও রাশমিকা মান্দানা কুবেরা, সিকান্দার এবং থামা সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন। যেগুলো মুক্তি পাবে এ বছরই।