চট্টগ্রামের বাঁশখালীতে প্রথম বিশেষায়িত প্রতিষ্ঠান হিসেবে জলদী হিয়ারিং সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৩১) দুপুর সাড়ে ১২টায় বাঁশখালী পৌরসভাস্থ বিএ সিটি সেন্টারের দ্বিতীয় তলায় ফিতা কেটে জলদী হিয়ারিং সেন্টারের শুভ উদ্বোধন করেন জলদী হিয়ারিং সেন্টারের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান কিংবদন্তি চিকিৎসক, বাঁশখালীর সন্তান অধ্যাপক ডা. এম আলমগীর চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন সমাজসেবী ওয়াহেদ হায়দার চৌধুরী, বাঁশখালী মাতৃসদন হাসপাতালের চেয়ারম্যান জাফর আহমেদ, মুহাম্মদ ইলিয়াছ মনু, সাংবাদিক রিয়াদুল ইসলাম রিয়াদ ও টেকনিশিয়ান মো. ফেরদৌস প্রমুখ।
এ প্রসঙ্গে জলদী হিয়ারিং সেন্টারের চেয়ারম্যান ডা. এম আলমগীর চৌধুরী বলেন, ‘নিজ এলাকার প্রতি দায়বদ্ধতা থেকেই এই বিশেষায়িত প্রতিষ্ঠানের যাত্রা শুরু করেছি। এখানে রোগীসাধারণ কানের বিভিন্ন রোগ ও সমস্যার যাবতীয় চিকিৎসা সেবা নিতে পারবেন। পাশাপাশি শ্রবণ পরীক্ষাও করানো হবে।’
উল্লেখ্য, অধ্যাপক ডা. এম আলমগীর চৌধুরী ঢাকার (ধানমন্ডি) আনোয়ার খান মডার্ণ মেডিক্যাল কলেজের ইএনটি বিভাগের বিভাগীয় প্রধান ও অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ তাঁতী লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা।