চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ি ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জুন) বিকেলে বাঁশখালী পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহাদাত রশিদ চৌধুরীর সভাপতিত্বে, সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জহুর। এতে উদ্বোধক ছিলেন বাঁশখালী উপজেলা যুবলীগের আহ্বায়ক নুরুল মোস্তফা সিকদার সংগ্রাম।
এ সময় উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন ও সেলিম উদ্দীন চৌধুরীর যৌথ সঞ্চালনায়, সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মুরিদুল আলম মুরাদ, আ. ন. ম. ফরহাদুল আলম, বৈলছড়ি ইউনিয়ন আ. লীগের সাধারণ সম্পাদক টুটুন চক্রবর্তী, উপজেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি রাশেদ আলী, উপজেলা যুবলীগের সদস্য মনছুর আলম, জামাল উদ্দীন, মোহাম্মদ নোমান, আবদুল জব্বার, ইফতেখার চৌধুরী, বৈলছড়ি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক দিদারুল হক প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা যুবলীগের আহ্বায়ক নুরুল মোস্তফা সিকদার সংগ্রাম বলেন, ‘কোন চাপ কিংবা আর্থিক লেনদেনের ভিত্তিতে বৈলছড়ি ইউনিয়ন যুবলীগের কমিটি দেওয়া হবে না। এলাকায় যাদের জনপ্রিয়তা আছে। যাদের মানুষ ভয়ে নয়, সম্মান করে সালাম দেয় সেরকম প্রার্থীকেই যাচাই বাছাই করে যুবলীগের নেতৃত্ব প্রদান করা হবে। যাদের বিরুদ্ধে নারী নির্যাতন, চাঁদাবাজি, ভূমি দস্যুতার অভিযোগ আছে তাদেরকে কোনভাবেই যুবলীগের কমিটিতে স্থান দেয়া হবে না।’