টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশের পর প্রথম টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে বিধ্বস্ত হয় বাংলাদেশ দল। দ্বিতীয় টি-টোয়েন্টিতে বুধবার (৯ অক্টোবর) সন্ধ্যা মুখোমুখি হবে দুদল।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যানে সাড়ে ৭টায়। ভারতীয় গণমাধ্যমে দাবি এ ম্যাচের একাদশে দুটি পরিবর্তন আনতে পারে ভারতীয়। স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে সিরিজ বাঁচানেরা ম্যাচে কেমন হবে বাংলাদেশের একাদশ।
ভারতীয় দুই পরিবর্তনের একটি হতে পারেন তরুণ পেসার মায়াঙ্ক যাদব। টাইগারদের বিপক্ষে অভিষেক ম্যাচে ২১ রানে নেন ১ উইকেট। ওভার লোড ম্যানেজমেন্টের কারণে দ্বিতীয় টি-টোয়েন্টিতে তাকে বিশ্রাম দিতে পারে। ভারতীয় গণমাধ্যমের দাবি তার পরিবর্তে একাদশে ফিরতে পারেন ২২ বছর বয়সী পেসার হারশিত রানা।
প্রথম ম্যাচে অভিষেক হয় অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডির। তবে বোলিংয়ে রংহীন থাকলে ব্যাটিং ১৫ বলে ১৬ রানে ইনিংস খেলেন এ অলরাউন্ডার। তাকেও বিশ্রাম দেওয়া হতে পারে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। একাদশে ফিরতে পারেন তিলক ভার্মা।
গুঞ্জন রয়েছে এ ম্যাচে বাংলাদেশ একাদশে আসতে পারে একটি পরিবর্তন। প্রথম ম্যাচে বাজে বোলিং করা তাসকিন আহমেদের পরিবর্তে একাদশে দেখা যেতে পারে তরুণ পেসার তানজিম হাসান সাকিবকে। বুদ্ধিদীপ্ত বোলিংয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের নজর কেড়েছিলেন ডানহাতি এ পেসার।
প্রথম ম্যাচে দ্রুত আউট হলেও ঠিক থাকবে ওপেনিং জুটি। লিটন কুমার দাসের সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে পারভেজ হোসেন ইমনকে। তিন নামবেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চারে তাওহীদ হৃদয়। এরপরে নামবেন নিজের শেষ টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামা অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ।
এ ছাড়া ফিনিশারের ভূমিকায় থাকবেন, মেহেদী হাসান মিরাজ, জাকের আলি অনিক ও রিশাদ হোসেন। অলরাউন্ডার স্লটে রিশাদকে সঙ্গ দেবেন মেহেদী হাসান মিরাজ। দিল্লির ব্যাটিং-বান্ধব উইকেটে খেলানো হতে পারে তিন পেসারকে। মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলামের সঙ্গে যুক্ত হতে পারেন তানজিম হাসান সাকিব।
দুই দলের সম্ভাব্য একাদশ
বাংলাদেশ : পারভেজ হোসেন ইমন, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক (উইকেটকিপার), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।
ভারত : অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), রিয়ান পরাগ, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, তিলক ভার্মা, বরুণ চক্রবর্তী, ওয়াশিংটন সুন্দর, আর্শদ্বীপ সিং, হারশিত রানা।