বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে ঢাকার শ্যামলীতে ৪৫০ জন ছাত্র-ছাত্রীদের মাঝে ইনার হুইল ক্লাবের উদ্যোগে টিফিন বিতরণ করা হয়েছে।
রবিবার (১৬ ফেব্রুয়ারী) দুপুরে ঢাকার শ্যামলীর আলোক ধারা স্কুলে ছাত্র-ছাত্রীদের মাঝে এসব টিফিন বিতরণ করা হয়।
বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে প্রতি বছর ইনার হুইল ক্লাব ওয়েসিস ঢাকার উদ্যোগে উন্নতমানের খাবার ও টিফিন বিতরণ করা হয়।
এ সময় ইনার হুইল ক্লাব ওয়েসিস ঢাকার সভাপতি সরকারি বাঙলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ড. ফেরদৌসী খান, নারী উদ্যোক্তা সাবিকুন নাহার তাজি, ক্লাবের কার্য-নির্বাহী সদস্য শিক্ষিকা শারমিন হক, নারী উদ্যোক্তা তাহামিনা বেগম লাভলী।
এ সময় বক্তারা বলেন, ’জনস্বাস্থ্য সুরক্ষায় সবার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করার কোনো বিকল্প নেই। খাদ্যদ্রব্যে মাত্রাতিরিক্ত ট্রান্সফ্যাট অনিরাপদ এবং এটি হৃদরোগসহ বিভিন্ন ধরনের অসংক্রামক রোগের অন্যতম কারণ। এ ছাড়া শিশুদের জন্য পুষ্টিকর খাদ্য প্রয়োজন। বর্তমানে বাংলাদেশ খাদ্য স্বয়ংসম্পূর্ণ হলেও নিরাপদ খাদ্য উৎপাদনে এখনো অনেক পিছিয়ে। তাই নিরাপদ খাদ্য উৎপাদনে সবাইকে এগিয়ে আসতে হবে।’