ভৌগোলিক অবস্থানের জন্য বাংলাদেশের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের আয়োজিত ‘বার্ষিক সম্মিলনে’ প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে আমরা খুবই সুবিধাজনক অবস্থায় আছি। এই সুবিধা নিয়ে প্রতিবেশীদের সঙ্গে কাজ করতে পারলে অর্থনৈতিক অঞ্চল হিসেবে আমাদের ভালো করার সুযোগ আছে। এ কারণেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল।
তিনি বলেন, হতাশ হবেন না, আমি হতাশ হই না। আমাদের এখানের মানুষদের এক সময় বোঝা মনে করা হতো। আমি তাদের সম্পদ মনে করি। আগামী দিনে আমাদের এখান থেকে বিদেশে অনেক কর্মী নেওয়া হবে। আমরা তেমন করেই নিজেদের গড়ে তুলতে চাই।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, বহু আগে ১৯৮৭ সালে একটা সম্মেলনে এখানে আমাকে ডাকা হয়েছিল। তখন একটা প্রবন্ধ পাঠ করেছিলাম। এর শিরোনাম ছিল ‘গ্রোয়িং আপ উইথ জায়ান্টস’। আমি ব্যাখ্যা করেছিলাম, আমাদের বাংলাদেশের একটি সুবর্ণ সুযোগ, জাতি হিসেবে আমাদের যে অবস্থান, চমৎকার অবস্থান।
তিনি বলেন, নেপাল, ভুটান ও ভারতের সেভেন সিস্টারের সঙ্গে রয়েছে বাণিজ্যের অমিত সম্ভাবনা। তাদের মালামাল বাংলাদেশের মধ্য দিয়ে যাবে। এর জন্য প্রক্রিয়া শুরু হয়েছে। ভৌগোলিক অবস্থানগত সুবিধা কাজে লাগিয়ে দেশ লাভবান হতে পারবে।
তিনি বলেন, আমাদের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি। সব শেষ করে দিয়েছে এই দুর্নীতি। নতুন দেশ গড়তে এখান থেকে বের হওয়া ছাড়া উপায় নেই। দুর্নীতি মুক্ত দেশ গড়তে সব তথ্য উন্মুক্ত করা হবে। প্রতিযোগিতা বাড়াতে র্যাঙ্কিংয়ের মাধ্যমে জেলায় জেলায় ফলাফল ঘোষণা ও এগিয়ে থাকা জেলাকে পুরস্কার দেওয়া হবে।
এ সময় জুলাই বিপ্লবে বাংলাদেশের তরুণদের প্রশংসা করে তিনি বলেন, জুলাই বিপ্লবে তারুণ্য যা করে দেখিয়েছে তা বিশ্বে অনন্য। কাজেই তরুণদের সুযোগ দিতে হবে। কিন্তু আমাদের সুযোগ থাকার সত্ত্বেও নিতে চাই না। তারুণ্যের জন্য দরজা খুলে দিতে হবে।