ঢাকা , বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

শহীদদের সম্মান জানাতে প্রস্তুত সরকার : নাহিদ ইসলাম

আগামী ১৪ সেপ্টেম্বর ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদদের সম্মান জানাবে সরকার। এজন্য সরকার প্রস্তুত বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম।

 

শহীদদের স্মরণে সভা আয়জনের লক্ষ্যে প্রস্তুতিমূলক এক সভায় সোমবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে এই কথা বলেন নাহিদ। একই দিন গুলশানে টেলিটকের প্রধান কার্যালয় পরিদর্শনকালে রাষ্ট্রায়ত্ত টেলিকম অপারেটরটির সেবার উন্নত করারও নির্দেশ দেন তিনি।

 

 

স্মরণ সভা নিয়ে উপদেষ্টা নাহিদ বলেন, স্মরণ সভায় শহীদ পরিবারকে সর্বোচ্চ সম্মান দেওয়ার পাশাপাশি ছাত্রদের স্বেচ্ছাসেবক হিসেবে কাজে লাগাতে হবে। স্মরণসভায় বাংলা ব্লকেড, কমপ্লিট শাটডাউন এবং লং মার্চ টু ঢাকা এই ৩টি বিষয় অবশ্যই উল্লেখ করতে হবে কারণ শব্দগুলো গণআন্দোলনে টনিক হিসেবে কাজ করেছে। স্মরণ সভাকে এমনভাবে ফুটিয়ে তুলতে হবে যেন তা জুলাই গণআন্দোলনের আবহ তৈরি করে বলেও মন্তব্য করেন উপদেষ্টা।

 

 

উল্লেখ্য, স্মরণসভার ফোকাল পয়েন্ট হিসেবে উপদেষ্টা মো. নাহিদ ইসলাম দায়িত্ব পালন করবেন। অন্যদিকে টেলিটকের বিষয়ে উপদেষ্টা বলেন, টেলিটকের সংস্কার এবং পুনর্গঠনের চিন্তা করে হচ্ছে। গ্রাহক সেবা মনিটরিং করার পাশাপাশি সক্ষমতার মধ্যে থেকে সেবার মান উন্নত করা প্রয়োজন।

 

 

 

আপনার মন্তব্য প্রদান করুন

Your email address will not be published. Required fields are marked *

অন্য ইমেইল

শহীদদের সম্মান জানাতে প্রস্তুত সরকার : নাহিদ ইসলাম

প্রকাশিত : ১০:৫৭:২২ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪

আগামী ১৪ সেপ্টেম্বর ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদদের সম্মান জানাবে সরকার। এজন্য সরকার প্রস্তুত বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম।

 

শহীদদের স্মরণে সভা আয়জনের লক্ষ্যে প্রস্তুতিমূলক এক সভায় সোমবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে এই কথা বলেন নাহিদ। একই দিন গুলশানে টেলিটকের প্রধান কার্যালয় পরিদর্শনকালে রাষ্ট্রায়ত্ত টেলিকম অপারেটরটির সেবার উন্নত করারও নির্দেশ দেন তিনি।

 

 

স্মরণ সভা নিয়ে উপদেষ্টা নাহিদ বলেন, স্মরণ সভায় শহীদ পরিবারকে সর্বোচ্চ সম্মান দেওয়ার পাশাপাশি ছাত্রদের স্বেচ্ছাসেবক হিসেবে কাজে লাগাতে হবে। স্মরণসভায় বাংলা ব্লকেড, কমপ্লিট শাটডাউন এবং লং মার্চ টু ঢাকা এই ৩টি বিষয় অবশ্যই উল্লেখ করতে হবে কারণ শব্দগুলো গণআন্দোলনে টনিক হিসেবে কাজ করেছে। স্মরণ সভাকে এমনভাবে ফুটিয়ে তুলতে হবে যেন তা জুলাই গণআন্দোলনের আবহ তৈরি করে বলেও মন্তব্য করেন উপদেষ্টা।

 

 

উল্লেখ্য, স্মরণসভার ফোকাল পয়েন্ট হিসেবে উপদেষ্টা মো. নাহিদ ইসলাম দায়িত্ব পালন করবেন। অন্যদিকে টেলিটকের বিষয়ে উপদেষ্টা বলেন, টেলিটকের সংস্কার এবং পুনর্গঠনের চিন্তা করে হচ্ছে। গ্রাহক সেবা মনিটরিং করার পাশাপাশি সক্ষমতার মধ্যে থেকে সেবার মান উন্নত করা প্রয়োজন।