ঢাকা , বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

সাকিবের খেলতে অসুবিধা নেই, জানালেন বিসিবি সভাপতি

সদ্য সমাপ্ত রাওয়ালপিন্ডি টেস্টে খেলার সময়ই ঢাকায় সাকিব আল হাসানের নামে একটি মামলা হয়েছে। এই হত্যা মামলায় সাকিবসহ আসামি করা হয়েছে মোট ১৫৬ জনকে। মামলার আসামি হওয়ায় সিরিজের দ্বিতীয় টেস্টে সাকিবের খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। তবে তা উড়িয়ে দিয়েছে বিসিবি।

 

সাকিবকে দেশে ফেরত আনতে বিসিবিকে আইনি নোটিশ পাঠিয়েছেন একজন আইনজীবি। আজ সেটার জবাবও দিয়েছে বিসিবি। তাছাড়া সাকিবকে সব ধরনের আইনি সহায়তা দেবে বোর্ড।

 

 

যতক্ষণ পর্যন্ত সাকিবের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি না হচ্ছে, ততক্ষণ জাতীয় দলের হয়ে খেলতে আইসিসির বা ক্রিকেটীয় আইনে কোনো বাধা নেই।

 

আজ সন্ধ্যায় ঢাকা পোস্টকে বিসিবির সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘সাকিবের ব্যাপারটা এফআইআর হয়েছে। আমরা লিগ্যাল নোটিশের জবাব দিয়েছি বোর্ড থেকে, যেহেতু সে চুক্তিভিত্তিক ক্রিকেটার। আমরা বোর্ড থেকে তাকে সাপোর্ট করব লিগ্যালি। এই সময়ের মধ্যে ওর খেলতে কোনো অসুবিধা নেই।’

 

 

আগামী মাসে ভারত সফর করবে বাংলাদেশ। সেই সিরিজে সাকিবকে পাওয়া যাবে কি না এমন প্রশ্নে বিসিবি সভাপতি বলেন, ‘ভারত সিরিজে যদি সে ফিট থাকে, সিলেক্ট হয় তাহলে সে খেলবে।’

আপনার মন্তব্য প্রদান করুন

Your email address will not be published. Required fields are marked *

অন্য ইমেইল

সাকিবের খেলতে অসুবিধা নেই, জানালেন বিসিবি সভাপতি

প্রকাশিত : ০১:১৭:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪

সদ্য সমাপ্ত রাওয়ালপিন্ডি টেস্টে খেলার সময়ই ঢাকায় সাকিব আল হাসানের নামে একটি মামলা হয়েছে। এই হত্যা মামলায় সাকিবসহ আসামি করা হয়েছে মোট ১৫৬ জনকে। মামলার আসামি হওয়ায় সিরিজের দ্বিতীয় টেস্টে সাকিবের খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। তবে তা উড়িয়ে দিয়েছে বিসিবি।

 

সাকিবকে দেশে ফেরত আনতে বিসিবিকে আইনি নোটিশ পাঠিয়েছেন একজন আইনজীবি। আজ সেটার জবাবও দিয়েছে বিসিবি। তাছাড়া সাকিবকে সব ধরনের আইনি সহায়তা দেবে বোর্ড।

 

 

যতক্ষণ পর্যন্ত সাকিবের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি না হচ্ছে, ততক্ষণ জাতীয় দলের হয়ে খেলতে আইসিসির বা ক্রিকেটীয় আইনে কোনো বাধা নেই।

 

আজ সন্ধ্যায় ঢাকা পোস্টকে বিসিবির সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘সাকিবের ব্যাপারটা এফআইআর হয়েছে। আমরা লিগ্যাল নোটিশের জবাব দিয়েছি বোর্ড থেকে, যেহেতু সে চুক্তিভিত্তিক ক্রিকেটার। আমরা বোর্ড থেকে তাকে সাপোর্ট করব লিগ্যালি। এই সময়ের মধ্যে ওর খেলতে কোনো অসুবিধা নেই।’

 

 

আগামী মাসে ভারত সফর করবে বাংলাদেশ। সেই সিরিজে সাকিবকে পাওয়া যাবে কি না এমন প্রশ্নে বিসিবি সভাপতি বলেন, ‘ভারত সিরিজে যদি সে ফিট থাকে, সিলেক্ট হয় তাহলে সে খেলবে।’