সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার রশিদবাদ এলাকার পাঁচলিয়া বাজারে যমুনা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৫ সেপ্টেম্বর ) সকাল ১১টায় উল্লাপাড়ার পাঁচলিয়া বাজারে যমুনা ব্যাংকের এই এজেন্ট শাখার শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক পিএলসি সিরাজগঞ্জ শাখা ম্যানেজার জি, এম কামরুল হাসান। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন আমেনা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ও যমুনা ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখার ব্যবস্থাপনা পরিচালক সেলিনা সিদ্দিকা এ্যানা।
উদ্বোধনী অনুষ্ঠানে আমিনা শেখ সমাজকল্যাণ সংস্থার সভাপতি মিসেস লুৎফুন নেছার সভাপতিত্বে, অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শারমিন হক, ফেরদৌসী খান, লুতফুন্নেছা, আফরোজা নাসরিন চৌধুরী, সামসুল হুদা প্রমুখ।
এদিন শাখাটি উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। এ সময় অনুষ্ঠানে অতিথিবৃন্দ, ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্যরা ও ব্যাংকের গ্রাহকরা উপস্থিত ছিলেন।’
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘যমুনা ব্যাংক এখন গ্রামাঞ্চলের মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিচ্ছে। যা ব্যাংকিং খাতের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত। এজেন্ট ব্যাংক বা আউটলেটগুলো দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য প্রযুক্তিসমৃদ্ধ আর্থিক সেবার দ্বার উন্মুক্ত করেছে। এরই ধারাবাহিকতায় পাঁচলিয়া বাজারে যমুনা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা সততার নীতি, আন্তরিকতা, নিষ্ঠা ও প্রযুক্তিসমৃদ্ধ সেবা দেয়ার মাধ্যমে জনগণের জীবনমান উন্নয়নে কাজ করবে বলে আশা ব্যক্ত করতেছি। এ ছাড়া প্রবাসীরা এই এজেন্ট ব্যাংকে সরাসরি রেমিট্যান্স পাঠানোর সুবিধা পাবে, যা অত্র এলাকার অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখবে।’
এ সময় বক্তারা যমুনা ব্যাংককে দেশের নির্ভরযোগ্য ও শক্তিশালী ব্যাংক হিসেবে উল্লেখ করে এ এজেন্ট শাখার সাফল্য কামনা করেন।’
উল্লেখ্য: পাঁচলিয়া বাজার যমুনা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখায় ব্যাংক একাউন্ট খোলা, টাকা জমা, টাকা উত্তোলন, ডিপিএস, কারেন্ট একাউন্ট, সেভিংস একাউন্ট খোলা যাবে৷ তবে শুক্রবার বাদে সপ্তাহে ৬ দিন এই সকল সুযোগ সুবিধা পাবেন সম্মানিত গ্রাহকরা৷’