সর্বজনীন শিশু দিবস উপলক্ষে সিরাজগঞ্জের সুবিধা বঞ্চিত নিম্নবিত্ত নারী ও শিশুদের মাঝে ইনার হুইল ক্লাব অব ওয়েসিস ঢাকার উদ্যোগে শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) সকালে সিরাজগঞ্জে আমেনা শেখ সমাজ কল্যাণ সংস্থা পরিচালিত ‘আলোক ধারা স্কুল’- এ শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় ঢাকা অফিসার্স ক্লাবের সহ-সভাপতি, ইনার হুইল ক্লাব অব ওয়েসিস ঢাকার সভাপতি ও ঢাকা সরকারি বাংলা কলেজের অধ্যক্ষ ড. ফেরদৌসী খান, সিনিয়র শিক্ষক শারমিন হক, সমাজ সেবক সেলিনা সিদ্দিকা এনা প্রমুখ।’
শিক্ষা উপকরণ বিতরণকালে বক্তারা বলেন, ‘বাংলাদেশে ৩ কোটিরও বেশি শিশু দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। বর্তমানে সমাজে এসব শিশুরা তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত। তাই সমাজের সর্বস্তরের মানুষের উচিত এ সকল সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো।