সিরাজগঞ্জের মাসুমপুরে সুবিধা বঞ্চিত নিম্নবিত্ত নারীদের স্তন ও মলদ্বারের নানাবিধ সমস্যা নিয়ে বিনামূল্যে পরামর্শ দেয়ার জন্য ইনার হুইল ক্লাব অব ওয়েসিস ঢাকার উদ্যোগে ফ্রি চিকিৎসাসেবা প্রধান করা হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারী) সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিরাজগঞ্জের মাসুমপুর উকিল পাড়াস্থ আমেনা শেখ সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ে এ চিকিৎসাসেবা প্রদান করা হয়।
চিকিৎসা ক্যাম্পে বি এস এম এম ইঊ-র অভিজ্ঞ ৯জন নারী কোলোরেক্টাল সার্জন মাসুমপুরের শত শত সুবিধা বঞ্চিত নিম্নবিত্ত নারী রোগীদের ফ্রি চিকিৎসাসেবা দেন।
এ সময় নারীদের স্তন ব্যাথা, চাকা, ঘা, বোটা হতে রক্ত বা পুঁজ-পানি পরা, চুলকানি, বগলে চাকা, স্তনের আকার পরিবর্তনসহ নানা সমস্যা নিয়ে পরামর্শ দেন চিকিৎসকরা।