ঢাকা , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

ভাবনার খোলামেলা পোশাক, খেপলেন অঞ্জনা

কান চলচ্চিত্র উৎসবে আশনা হাবিব ভাবনার পোশাক অনেকের নজর কাড়লেও অভিনেত্রীর খোলামেলা জামা-কাপড়কে ভালো চোখে দেখেননি ঢালিউডের এক সময়ের তুমুল জনপ্রিয় নায়িকা অঞ্জনা রহমান। এমন পোশাককে দেশীয় সংস্কৃতির জন্য অপমানজনক মনে করেন তিনি।

 

এবারের কান চলচ্চিত্র উৎসবে নিজেকে অতি আধুনিক রূপে উপস্থাপন করতে গিয়ে দেশীয় নায়িকারা এমন সব পোশাকে সবার সামনে উপস্থিত হয়েছেন, যা কখনোই একজন পরিপূর্ণ বাঙালি শিল্পীর পোশাক হতে পারে না। নিজের ফেসবুক পোস্টে এসব লিখেছেন অঞ্জনা। আরও লিখেছেন, যে নায়িকার মধ্যে বিন্দু পরিমাণ শিল্পসত্বা আছে, তিনি এত বড় আসরে খোলামেলা পোশাকে উপস্থিত হতে পারেন না। খোলামেলা পোশাকে এভাবে উৎসবে হাজির হওয়াকে দেশীয় সংস্কৃতির অপমান মনে করছেন নায়িকা অঞ্জনা।

 

 

নিজের পোস্টে নায়িকা অঞ্জনা কারো নাম উল্লেখ না করলেও, তিনি কথাগুলো দেশীয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনাকেই বলেছেন বলে ধরে নিয়েছেন নেটিজেনরা। কারণ ফ্রান্সের পালে দ্য ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে আয়োজিত কানের ৭৭তম আসরে হাজির ছিলেন ভাবনা। সেখানে রেড কার্পেটে রেড হটলুকে দেখা গেছে অভিনেত্রীকে।

 

 

জামদানি, কাতানের গাউন এবং বেশ কয়েকটি নজরকাড়া আউটফিটে দেখা যায় ভাবনাকে। ওসব আউটফিটে কান সৈকতে উত্তাপ ছড়িয়েছেন অভিনেত্রী। উৎসবে সুপার গ্ল্যামারাস রেড হট জাম্পস্যুটে দ্যুতি ছড়িয়েছেন ভাবনা। বডিকন আউটফিট, পিঠে ডিপ কাট ডিজাইন, পায়ে হিলস—অভিনেত্রীর এমন ফ্যাশন নজর কেড়েছে অনেকের। তবে এসব পোশাকেরই নিন্দা করেছেন চিত্রনায়িকা অঞ্জনা।

 

 

অঞ্জনার ভাষ্য, খোলামেলা পোশাক কখনোই বাঙালি সংস্কৃতির বাহক নয়। আক্ষেপের সুরে তিনি প্রশ্ন করেছেন, বাঙালি সংস্কৃতি ও কৃষ্টির প্রতি যার কোনো মমত্ববোধ থাকে না, সে আবার কিসের শিল্পী?

 

 

এ বিষয়ে অবশ্য ভাবনা কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছেন না। কান থেকে ফিরে বেশ ফুরফুরে মেজাজে আছেন এই অভিনেত্রী। কেননা, সেখানে গিয়ে একটি সিনেমায় অভিনয়ের চুক্তি করে এসেছেন ভাবনা। কালবেলাকে তিনি জানান, কান থেকে প্রচুর আত্মবিশ্বাস নিয়ে ফিরেছেন, যা তার জীবনে অনেক বড় ভূমিকা পালন করবে। এখন তাকে দেশের অনেকেই অ্যাপ্রিশিয়েট করছে। এমনকি বিদেশি মিডিয়াও তাকে অনুপ্রেরণা জুগিয়েছে।

 

 

আপনার মন্তব্য প্রদান করুন

Your email address will not be published. Required fields are marked *

অন্য ইমেইল

ভাবনার খোলামেলা পোশাক, খেপলেন অঞ্জনা

প্রকাশিত : ০২:৩০:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪

কান চলচ্চিত্র উৎসবে আশনা হাবিব ভাবনার পোশাক অনেকের নজর কাড়লেও অভিনেত্রীর খোলামেলা জামা-কাপড়কে ভালো চোখে দেখেননি ঢালিউডের এক সময়ের তুমুল জনপ্রিয় নায়িকা অঞ্জনা রহমান। এমন পোশাককে দেশীয় সংস্কৃতির জন্য অপমানজনক মনে করেন তিনি।

 

এবারের কান চলচ্চিত্র উৎসবে নিজেকে অতি আধুনিক রূপে উপস্থাপন করতে গিয়ে দেশীয় নায়িকারা এমন সব পোশাকে সবার সামনে উপস্থিত হয়েছেন, যা কখনোই একজন পরিপূর্ণ বাঙালি শিল্পীর পোশাক হতে পারে না। নিজের ফেসবুক পোস্টে এসব লিখেছেন অঞ্জনা। আরও লিখেছেন, যে নায়িকার মধ্যে বিন্দু পরিমাণ শিল্পসত্বা আছে, তিনি এত বড় আসরে খোলামেলা পোশাকে উপস্থিত হতে পারেন না। খোলামেলা পোশাকে এভাবে উৎসবে হাজির হওয়াকে দেশীয় সংস্কৃতির অপমান মনে করছেন নায়িকা অঞ্জনা।

 

 

নিজের পোস্টে নায়িকা অঞ্জনা কারো নাম উল্লেখ না করলেও, তিনি কথাগুলো দেশীয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনাকেই বলেছেন বলে ধরে নিয়েছেন নেটিজেনরা। কারণ ফ্রান্সের পালে দ্য ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে আয়োজিত কানের ৭৭তম আসরে হাজির ছিলেন ভাবনা। সেখানে রেড কার্পেটে রেড হটলুকে দেখা গেছে অভিনেত্রীকে।

 

 

জামদানি, কাতানের গাউন এবং বেশ কয়েকটি নজরকাড়া আউটফিটে দেখা যায় ভাবনাকে। ওসব আউটফিটে কান সৈকতে উত্তাপ ছড়িয়েছেন অভিনেত্রী। উৎসবে সুপার গ্ল্যামারাস রেড হট জাম্পস্যুটে দ্যুতি ছড়িয়েছেন ভাবনা। বডিকন আউটফিট, পিঠে ডিপ কাট ডিজাইন, পায়ে হিলস—অভিনেত্রীর এমন ফ্যাশন নজর কেড়েছে অনেকের। তবে এসব পোশাকেরই নিন্দা করেছেন চিত্রনায়িকা অঞ্জনা।

 

 

অঞ্জনার ভাষ্য, খোলামেলা পোশাক কখনোই বাঙালি সংস্কৃতির বাহক নয়। আক্ষেপের সুরে তিনি প্রশ্ন করেছেন, বাঙালি সংস্কৃতি ও কৃষ্টির প্রতি যার কোনো মমত্ববোধ থাকে না, সে আবার কিসের শিল্পী?

 

 

এ বিষয়ে অবশ্য ভাবনা কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছেন না। কান থেকে ফিরে বেশ ফুরফুরে মেজাজে আছেন এই অভিনেত্রী। কেননা, সেখানে গিয়ে একটি সিনেমায় অভিনয়ের চুক্তি করে এসেছেন ভাবনা। কালবেলাকে তিনি জানান, কান থেকে প্রচুর আত্মবিশ্বাস নিয়ে ফিরেছেন, যা তার জীবনে অনেক বড় ভূমিকা পালন করবে। এখন তাকে দেশের অনেকেই অ্যাপ্রিশিয়েট করছে। এমনকি বিদেশি মিডিয়াও তাকে অনুপ্রেরণা জুগিয়েছে।