আমার উপজেলা, আমার বাড়ি, সবুজ সুন্দর পরিবেশ গড়ি’–এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের বাঁশখালীতে অধ্যাপক ডা. এম আলমগীর চৌধুরীর ব্যক্তিগত অর্থায়নে ৪ হাজার ফলজ ও বনজ গাছের বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৮ জুন) দুপুর ১টায় বাঁশখালী উপজেলা সদর ও বৈলছড়ি গার্লস কলেজ মাঠে বাঁশখালীর বিভিন্ন সামাজিক সংগঠন ও দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেলে অধ্যয়নরত বাঁশখালীর শিক্ষার্থীদের মাঝে এসব ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
এ সময় ঢাকা আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি’র বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এম আলমগীর চৌধুরী, সমাজসেবক ওয়াহেদ হায়দার চৌধুরী, সাংবাদিক রিয়াদুল ইসলাম রিয়াদ উপস্থিত ছিলেন।’
এ সময় অধ্যাপক ডা. এম আলমগীর চৌধুরী বলেন, ‘আমার উপজেলা, আমার বাড়ি, সবুজ সুন্দর পরিবেশ গড়ি’–এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাঁশখালীর বিভিন্ন সামাজিক সংগঠন ও দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেলে অধ্যয়নরত বাঁশখালীর শিক্ষার্থীদের মাঝে ৪ হাজার ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। ভবিষ্যতে বাঁশখালীতে আরও গাছের চারা বিতরণ ও রোপণ করা হবে।’
তিনি আরও বলেন, ‘জলবায়ুর বিরূপ প্রভাবে বাংলাদেশ আজ হুমকির মুখে। এ থেকে পরিত্রাণ পেতে অবশ্যই সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে। নিজে গাছ লাগানোর পাশাপাশি অন্যদেরও উদ্বুদ্ধ করতে হবে।’