পবিত্র ঈদ-উল আযহার আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেয়ার জন্য সিরাজগঞ্জের মাসুমপুর-রসিদপুরে আমেনা শেখ সমাজ কল্যাণ সংস্থা’র উদ্যোগে চার শতাধিক অসহায় নিম্নবিত্ত মানুষের মাঝে কোরবানির মাংস কাপড় বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ জুন) সকালে সিরাজগঞ্জের মাসুমপুর ও রসিদপুরে এসব কাপড় ও কোরবানির মাংস বিতরণ করা হয়।
এ সময় আমেনা শেখ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি লুৎফুন নেছার সভাপতিত্বে, উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সেলিনা সিদ্দিকা এ্যানা, সরকারি বাঙলা কলেজের সাবেক অধ্যক্ষ ও ঢাকা অফিসার্স ক্লাবের সহ-সভাপতি প্রফেসর ড. ফেরদৌসী খান, বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানেজার আফরোজা নাসরিন চৌধুরী, ধানমন্ডি টিউটিরিয়াল স্কুলের সাবেক সিনিয়র শিক্ষক শারমিন হক প্রমুখ।
এ সময় মাংস ও কাপড় বিতরণে উপস্থিত বক্তারা বলেন, ‘আমাদের সিরাজগঞ্জের মাসুমপুর ও রসিদপুরে কেউ কোরবানির মাংস খাবে না, তাই হবে না। আমরা চাই এলাকার সব অসহায় নিম্নবিত্ত পরিবার কোরবানির মাংস রান্না করুক। সবাই ঈদে নতুন কাপড় পরিধান করুক। তাই এলাকার অসহায় নিম্নবিত্তদের পরিবারের মুখে হাসি ফুটাইতে আমাদের ক্ষুদ্র এই আয়োজন। অতীতেও আমরা মাসুমপুর ও রসিদপুর মানুষের পাশে ছিলাম। ভবিষ্যতেও পাশে থাকবো।
উল্লেখ্য: সিরাজগঞ্জ আমেনা শেখ সমাজ কল্যাণ সংস্থা একটি সামাজিক সংগঠন। প্রতিষ্ঠার পর থেকে প্রতিবছর সিরাজগঞ্জে বিভিন্ন সামাজিক কাজ ও অসহায় নিম্নবিত্ত মানুষের মাঝে কাপড়, কোরবানির মাংস, শিক্ষা সামগ্রী, ও ইফতার সামগ্রী বিতরণ করে আসতেছে।
এছাড়াও সিরাজগঞ্জে বিভিন্ন সামাজিক কার্যক্রমের মধ্য দিয়ে সংগঠনটি পরিচালিত হয়ে আসছে। ইতিমধ্যে সিরাজগঞ্জে সামাজিক বিভিন্ন কার্যক্রম পরিচালনার ফলে এলাকায় ব্যাপক প্রশংসা ও সুনাম অর্জন করেছে সংগঠনটি।