ঢাকা , শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

বাংলাদেশ সিরিজে ‘বাদ’ পড়তে পারেন শাহিন আফ্রিদি

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী মাসে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দল। ম্যাচ দুটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

 

কিন্তু আসন্ন এই সিরিজে পাকিস্তান দলে সুযোগ নাও হতে পারে শাহিন শাহ আফ্রিদির। বিশ্রাম দেওয়া হতে পারে তাকে, এমনই খবর জানিয়েছে পাকিস্তানের বেশ কয়েকটি গণমাধ্যম।

 

 

মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন সময়ে টিম ম্যানেজমেন্টের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। বিষয়টি পাকিস্তান ক্রিকেট বোর্ডেও (পিসিবি) জমা পড়েছে।

 

প্রধান কোচ গ্যারি কারস্টেন ও সহকারী কোচ আজহার মেহমুদের রিপোর্টে সেটা উল্লেখ করা হয়। যা নিয়ে পাকিস্তানের গণমাধ্যমগুলোতে আলোড়ন সৃষ্টি হয়েছে।

 

 

এমন ঘটনার পর আফ্রিদির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানিয়েছে পিসিবির বেশ কয়েকটি সূত্র। প্রতিবেদনের বলা হয়, আগামী মাসে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে আফ্রিদিকে বিশ্রাম দিতে পারে টিম ম্যানেজমেন্ট।

 

 

এ ছাড়াও আরও দু-তিনজন সিনিয়রকেও বিশ্রাম দেওয়ার কথা ভাবছে পিসিবি। আগামী ২১ আগস্ট থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট, করাচিতে দ্বিতীয় টেস্ট শুরু হবে ৩০ আগস্ট।

 

আপনার মন্তব্য প্রদান করুন

Your email address will not be published. Required fields are marked *

অন্য ইমেইল

বাংলাদেশ সিরিজে ‘বাদ’ পড়তে পারেন শাহিন আফ্রিদি

প্রকাশিত : ০৩:২১:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী মাসে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দল। ম্যাচ দুটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

 

কিন্তু আসন্ন এই সিরিজে পাকিস্তান দলে সুযোগ নাও হতে পারে শাহিন শাহ আফ্রিদির। বিশ্রাম দেওয়া হতে পারে তাকে, এমনই খবর জানিয়েছে পাকিস্তানের বেশ কয়েকটি গণমাধ্যম।

 

 

মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন সময়ে টিম ম্যানেজমেন্টের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। বিষয়টি পাকিস্তান ক্রিকেট বোর্ডেও (পিসিবি) জমা পড়েছে।

 

প্রধান কোচ গ্যারি কারস্টেন ও সহকারী কোচ আজহার মেহমুদের রিপোর্টে সেটা উল্লেখ করা হয়। যা নিয়ে পাকিস্তানের গণমাধ্যমগুলোতে আলোড়ন সৃষ্টি হয়েছে।

 

 

এমন ঘটনার পর আফ্রিদির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানিয়েছে পিসিবির বেশ কয়েকটি সূত্র। প্রতিবেদনের বলা হয়, আগামী মাসে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে আফ্রিদিকে বিশ্রাম দিতে পারে টিম ম্যানেজমেন্ট।

 

 

এ ছাড়াও আরও দু-তিনজন সিনিয়রকেও বিশ্রাম দেওয়ার কথা ভাবছে পিসিবি। আগামী ২১ আগস্ট থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট, করাচিতে দ্বিতীয় টেস্ট শুরু হবে ৩০ আগস্ট।