১৪ মাস পর টেস্ট ক্রিকেটে ফিরে স্বপ্নের মতো শুরু করেছিলেন তাসকিন আহমেদ। প্রথম ওভারে ডানহাতি পেসারের দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড হন পাকিস্তানের ওপেনার আবদুল্লাহ শফিক।
দ্বিতীয় উইকেটে আরেক ওপনার সাইম আইয়ুবের সঙ্গে জুটি বাঁধেন অধিনায়ক শান মাসুদ। দ্বিতীয় দিনের লাঞ্চ বিরতির আগ পর্যন্ত দলের বিপদ আর বাড়তে দেননি দুজন। ১ উইকেটে ৯৯ রান নিয়ে লাঞ্চে যান তারা।
এর আগে আইয়ুব ধীরগতিতে খেললেও, ওয়ানডে মেজাজে ব্যাট করেন মাসুদ। লাঞ্চ বিরতির আগ পর্যন্ত আইয়ুব ৮৩ বলে ৪৩ আর মাসুদ ৬২ বলে ৫৩ রানে অপরাজিত আছেন।
রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। টানা বৃষ্টির কারণে প্রথম দিনের খেলা পরিত্যক্ত হয়। ফলে ম্যাচের সময় ১৫ মিনিট এগিয়ে আনা হয়েছে। এ ছাড়া দীর্ঘায়িত হবে প্রথম দুই সেশনের খেলাও।
ইনজুরির কারণে এ টেস্টে খেলছেন না শরিফুল ইসলাম। তার পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন তাসকিন আহমেদ। অন্যদিকে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে পাকিস্তান। আগে জানা গিয়েছিল এ ম্যাচে খেলবেন না শাহিন শাহ আফ্রিদি। এ ছাড়া একাদশে জায়গা হয়নি নাসিম শাহেরও।
এ জনের পরিবর্তে পাকিস্তানের একাদশে সুযোগ পেয়েছেন বাঁহাতি পেসার মির হামজা ও লেগ স্পিনার আবরার আহমেদ ও বাঁহাতি পেসার মির হামজা।