ঢাকা , শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

প্রথম দিন শেষে কিছুটা স্বস্তিতে বাংলাদেশ

কানপুরে ভারত ও বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথম সেশনটি বেশ উত্তেজনাপূর্ণভাবেই শেষ হয়েছে। কিছুটা চমকপ্রদ ভাবে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।

 

তবে আকাশে ঘন মেঘের কারণে নতুন বলে সুবিধা পাওয়ার আশায় এই সিদ্ধান্তটি নেন তিনি। ভারতীয় পেসাররা শুরু থেকেই সেই সুযোগটি কাজে লাগাতে শুরু করেন, বিশেষ করে আকাশ দীপের বোলিংয়ে বাংলাদেশের ওপেনারদের দ্রুত বিদায় ঘটে। কিন্তু এরপরই প্রতিরোধ শুরু করেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক।

 

 

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) কানপুরে সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশের ব্যাটিং ইনিংসের শুরুটা ছিল বেশ নড়বড়ে। ওপেনার জাকির হাসান ২৪ বল খেলেও কোনো রান করতে পারেননি এবং নবম ওভারে আকাশ দীপের বলে ক্যাচ দিয়ে বিদায় নেন।

 

তার বিদায়ের পরেই আরেক ওপেনার শাদমান ইসলামও আকাশ দীপের শিকার হন। ৩৬ বলে ২৪ রান করে এলবিডব্লিউ হওয়ার আগে তিনি কিছুটা স্বস্তিদায়ক ইনিংস খেললেও, ভারতীয়দের রিভিউতে সিদ্ধান্ত বদলে ফেরেন প্যাভিলিয়নে।

 

 

দুই দ্রুত উইকেট হারিয়ে বিপদে পড়া বাংলাদেশের হয়ে মুমিনুল হক ও মুশফিকুর রহমান দলের হাল ধরেন। প্রথম সেশনে বাকি সময়টি তারা ধৈর্যের সঙ্গে কাটিয়ে দেন এবং চাপের মুখে সাহসিকতার পরিচয় দেন।

 

ভারতের বোলাররা নিয়মিত আক্রমণ করে গেলেও, মুশফিক এবং মুমিনুল ক্রিজে স্থির থেকে প্রতিরোধ গড়ে তুলেন। তাদের জুটি ২৭ রানের অবিচ্ছিন্ন পার্টনারশিপ গড়ে তুলে বাংলাদেশকে কিছুটা নিরাপদ অবস্থানে নিয়ে আসে।

 

 

দিন শেষে ৩৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১০৭ রান। মুমিনুল হক ৪০ রানে অপরাজিত রয়েছেন। দুজনই সতর্ক এবং মন্থর গতিতে ব্যাটিং করে যাচ্ছেন, কারণ ভারতের পেস এবং স্পিন আক্রমণ ভালোই পরীক্ষা নিচ্ছে দুই ব্যাটারের।

 

আপনার মন্তব্য প্রদান করুন

Your email address will not be published. Required fields are marked *

অন্য ইমেইল

প্রথম দিন শেষে কিছুটা স্বস্তিতে বাংলাদেশ

প্রকাশিত : ০৬:০৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪

কানপুরে ভারত ও বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথম সেশনটি বেশ উত্তেজনাপূর্ণভাবেই শেষ হয়েছে। কিছুটা চমকপ্রদ ভাবে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।

 

তবে আকাশে ঘন মেঘের কারণে নতুন বলে সুবিধা পাওয়ার আশায় এই সিদ্ধান্তটি নেন তিনি। ভারতীয় পেসাররা শুরু থেকেই সেই সুযোগটি কাজে লাগাতে শুরু করেন, বিশেষ করে আকাশ দীপের বোলিংয়ে বাংলাদেশের ওপেনারদের দ্রুত বিদায় ঘটে। কিন্তু এরপরই প্রতিরোধ শুরু করেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক।

 

 

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) কানপুরে সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশের ব্যাটিং ইনিংসের শুরুটা ছিল বেশ নড়বড়ে। ওপেনার জাকির হাসান ২৪ বল খেলেও কোনো রান করতে পারেননি এবং নবম ওভারে আকাশ দীপের বলে ক্যাচ দিয়ে বিদায় নেন।

 

তার বিদায়ের পরেই আরেক ওপেনার শাদমান ইসলামও আকাশ দীপের শিকার হন। ৩৬ বলে ২৪ রান করে এলবিডব্লিউ হওয়ার আগে তিনি কিছুটা স্বস্তিদায়ক ইনিংস খেললেও, ভারতীয়দের রিভিউতে সিদ্ধান্ত বদলে ফেরেন প্যাভিলিয়নে।

 

 

দুই দ্রুত উইকেট হারিয়ে বিপদে পড়া বাংলাদেশের হয়ে মুমিনুল হক ও মুশফিকুর রহমান দলের হাল ধরেন। প্রথম সেশনে বাকি সময়টি তারা ধৈর্যের সঙ্গে কাটিয়ে দেন এবং চাপের মুখে সাহসিকতার পরিচয় দেন।

 

ভারতের বোলাররা নিয়মিত আক্রমণ করে গেলেও, মুশফিক এবং মুমিনুল ক্রিজে স্থির থেকে প্রতিরোধ গড়ে তুলেন। তাদের জুটি ২৭ রানের অবিচ্ছিন্ন পার্টনারশিপ গড়ে তুলে বাংলাদেশকে কিছুটা নিরাপদ অবস্থানে নিয়ে আসে।

 

 

দিন শেষে ৩৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১০৭ রান। মুমিনুল হক ৪০ রানে অপরাজিত রয়েছেন। দুজনই সতর্ক এবং মন্থর গতিতে ব্যাটিং করে যাচ্ছেন, কারণ ভারতের পেস এবং স্পিন আক্রমণ ভালোই পরীক্ষা নিচ্ছে দুই ব্যাটারের।