ঢাকা , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

আসছে গায়ক রবি চৌধুরীর স্বপ্নের প্রজেক্ট

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ১২:৫৮:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
  • ৪৮

সংগীতশিল্পী রবি চৌধুরী। দেশের বাইরে নিয়মিত শো করে থাকেন তিনি। বর্তমানে স্টেজ শোয়ের জন্য যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এই গায়ক।

 

চলতি মাসের শেষে দেশে ফেরার কথা রয়েছে তার। দেশে ফিরেই একশ গানের প্রজেক্টের কাজ শুরু করবেন বলে জানালেন তিনি।

 

 

রবি চৌধুরী জানান, তার পুরোনো জনপ্রিয় ৫০টি এবং নতুন ৫০টি গানের কাজ দেশে ফিরেই শুরু করবেন। দেশের গীতিকারদের কাছে এরই মধ্যে নতুন গানের জন্য আহ্বান করেছেন রবি চৌধুরী।

 

এ নিয়ে তিনি বলেন, ‘বলা যেতে পারে এটা আমার স্বপ্নের প্রজেক্ট। বেশ কিছুদিন ধরেই একশ গানের প্রজেক্ট নিয়ে আমি কাজ শুরু করেছি। তবে নতুন গান করতে গিয়ে একজন মহান মানুষের কথা বারবার মনে পড়ে যাচ্ছে।

 

 

তিনি হচ্ছেন আমাদের দেশের গৌরব উপমহাদেশের প্রখ্যাত গীতিকবি গাজী মাজহারুল আনোয়ার চাচা। তিনি বেঁচে থাকলে অল্প সময়ের মধ্যেই আমাকে হয়তো অনেক গান লিখে দিতেন।

 

চাচা আমাকে ভীষণ স্নেহ করতেন। তার পরও তার লেখা আমার কাছে কিছু অপ্রকাশিত গান রয়েছে। সেগুলোও প্রকাশ করার ইচ্ছা আছে এই ১০০ গানের প্রজেক্টে।

 

 

আর নতুন যারা গান লিখছেন তাদের কাছেও আহ্বান থাকবে, যদি মনে করেন, তারা আমাকে গান পাঠাতে পারেন। আমার সংগীত জীবনের জন্য এই কাজটি অনেক বড় একটি কাজ হবে বলেই আমার বিশ্বাস। আশা করি সবার সহযোগিতা পাব।’

 

চট্টগ্রামের কবির আহমেদ চৌধুরী (মরহুম) ও লায়লা কবির দম্পতির সন্তান রবি চৌধুরী। তার প্রথম একক গানের অ্যালবাম ‘প্রেম দাও’ প্রকাশিত হয় ১৯৯০ সালের ২৮ মার্চ।

 

আপনার মন্তব্য প্রদান করুন

Your email address will not be published. Required fields are marked *

অন্য ইমেইল

আসছে গায়ক রবি চৌধুরীর স্বপ্নের প্রজেক্ট

প্রকাশিত : ১২:৫৮:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪

সংগীতশিল্পী রবি চৌধুরী। দেশের বাইরে নিয়মিত শো করে থাকেন তিনি। বর্তমানে স্টেজ শোয়ের জন্য যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এই গায়ক।

 

চলতি মাসের শেষে দেশে ফেরার কথা রয়েছে তার। দেশে ফিরেই একশ গানের প্রজেক্টের কাজ শুরু করবেন বলে জানালেন তিনি।

 

 

রবি চৌধুরী জানান, তার পুরোনো জনপ্রিয় ৫০টি এবং নতুন ৫০টি গানের কাজ দেশে ফিরেই শুরু করবেন। দেশের গীতিকারদের কাছে এরই মধ্যে নতুন গানের জন্য আহ্বান করেছেন রবি চৌধুরী।

 

এ নিয়ে তিনি বলেন, ‘বলা যেতে পারে এটা আমার স্বপ্নের প্রজেক্ট। বেশ কিছুদিন ধরেই একশ গানের প্রজেক্ট নিয়ে আমি কাজ শুরু করেছি। তবে নতুন গান করতে গিয়ে একজন মহান মানুষের কথা বারবার মনে পড়ে যাচ্ছে।

 

 

তিনি হচ্ছেন আমাদের দেশের গৌরব উপমহাদেশের প্রখ্যাত গীতিকবি গাজী মাজহারুল আনোয়ার চাচা। তিনি বেঁচে থাকলে অল্প সময়ের মধ্যেই আমাকে হয়তো অনেক গান লিখে দিতেন।

 

চাচা আমাকে ভীষণ স্নেহ করতেন। তার পরও তার লেখা আমার কাছে কিছু অপ্রকাশিত গান রয়েছে। সেগুলোও প্রকাশ করার ইচ্ছা আছে এই ১০০ গানের প্রজেক্টে।

 

 

আর নতুন যারা গান লিখছেন তাদের কাছেও আহ্বান থাকবে, যদি মনে করেন, তারা আমাকে গান পাঠাতে পারেন। আমার সংগীত জীবনের জন্য এই কাজটি অনেক বড় একটি কাজ হবে বলেই আমার বিশ্বাস। আশা করি সবার সহযোগিতা পাব।’

 

চট্টগ্রামের কবির আহমেদ চৌধুরী (মরহুম) ও লায়লা কবির দম্পতির সন্তান রবি চৌধুরী। তার প্রথম একক গানের অ্যালবাম ‘প্রেম দাও’ প্রকাশিত হয় ১৯৯০ সালের ২৮ মার্চ।