গণঅধিকার পরিষদের চট্টগ্রাম দক্ষিণ জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ২৭ সদস্যবিশিষ্ট এ কমিটিকে আগামী ৬ মাসের জন্য অনুমোদন দেয়া হয়েছে।
শনিবার (১৬ নভেম্বর) রাতে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খাঁন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে পটিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ডা. এমদাদুল হাসানকে আহ্বায়ক ও অ্যাডভোকেট আরিফুল হক তায়েফকে সদস্যসচিব নির্বাচিত করা হয়।
আহ্বায়ক কমিটির অন্যরা হলেন: মো. আশরাফ চৌধুরী মুজিবুর রহমান, শেখ বদিউল আলম নোমান, হামিদুর রহমান, মো. খলিলুর রহমান, মুন্সী শাহাবুদ্দিন, মো. আবুল কালাম, মো. নূরুল কাদের দিনার, ইঞ্জিনিয়ার আনিছুল হক, মো. সাবের শফিকে যুগ্ম আহবায়ক, মো. আজমগীর, আনোয়ার হোসেন, মো. নুরুছফা, কবি সাইফুল ইসলাম, অ্যাডভোকেট শাহাদৎ হোসেন।
আজাদ মুন্সি আনোয়ার হোসেন,অ্যাডভোকেট সালাউদ্দিন, মো. মামুনুর রশিদ, আবু মুনসুর চৌধুরী ও মো. জামাল মেম্বারকে যুগ্ম সদস্যসচিব নির্বাচিত করা হয়। এছাড়া মুনতাছির বিল্লাহ,শিমুল দাস, মো. নুরুল আলম, মো. জাহাঙ্গীর আলম ও মো. আলাউদ্দিনকে কার্যকরি সদস্য নির্বাচিত করা হয়।