ঢাকা , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

দেশের কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ চায় না জাতীয় পার্টি

জাতীয় পার্টি দেশের কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয়। এটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের অন্তরায় বলে জানিয়েছেন দলটির কো-চেয়ারম্যান ও রংপুরের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নিয়ে রাজনৈতিক দলগুলোর মত-দ্বিমতের মাঝেই নিজেদের অবস্থান পরিষ্কার করল দলটির শীর্ষ এ নেতা।

 

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে রংপুরে দলীয় কার্যালয়ে দলের বিভাগীয় প্রতিনিধি সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান।

 

 

মোস্তফা বলেন, ‘আমরা কোনো দল নিষিদ্ধের পক্ষে না, দলের সংস্কার হতে পারে। আওয়ামী লীগের সব লোক যে দোষী তা কিন্তু নয়। যারা অপরাধী তাদের আইনের আওতায় নিয়ে এসে বিচার করেন। কিন্তু অনেক মানুষ আছে নির্দোষ যারা কোন অপরাধের সঙ্গে যুক্ত নয় তারা কেন বঞ্চিত থাকবেন। কোনো দল নিষিদ্ধ করা ‘ইনক্লুসিভ’ নির্বাচনের অন্তরায়।’

 

তিনি বলেন, ‘যারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তারা যে দলেরই হোক না কেন প্রচলিত আইনের আওতায় এনে তাদের সাজা দিতে হবে। আমরা চাই সবাই মিলে অংশগ্রহণমূলক নির্বাচনে অংশ নিতে।’

 

রংপুরের সাবেক এ মেয়র বলেন, ‘সংলাপে অংশগ্রহণে জাতীয় পার্টিকে আমন্ত্রণ না জানাতে প্রধান উপদেষ্টার কাছে দাবি তুলেছিলেন কয়েকজন সমন্বয়ক। কিন্তু এখন পর্যন্ত প্রধান উপদেষ্টা তা গ্রহণ করেননি। সামনে কোনো সংলাপে জাতীয় পার্টিকে ডাকা না হতে পারে।

 

 

প্রেসার গ্রুপের কাছ থেকে কথা শুনে যদি অন্তর্বর্তী সরকার চলে তাহলে এ সরকার মেরুদণ্ডহীন হবে। সংলাপে জাতীয় পার্টিকে ডাকা নিয়ে প্রধান উপদেষ্টা বা উপদেষ্টা পরিষদের মুখপাত্রের কাছ থেকে সরাসরি শুনতে চাই। ডাকুক বা না ডাকুক আমরা আছি,দল সংগঠিত করছি।’

 

বিভাগীয় প্রতিনিধি সভায় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য ও রংপুর বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, প্রেসিডিয়াম সদস্য এসএম ইয়াসির,যুগ্ম মহাসচিব হাজী আব্দুর রাজ্জাকসহ ভাগের আট জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

 

 

আপনার মন্তব্য প্রদান করুন

Your email address will not be published. Required fields are marked *

অন্য ইমেইল

দেশের কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ চায় না জাতীয় পার্টি

প্রকাশিত : ০৭:০৭:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

জাতীয় পার্টি দেশের কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয়। এটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের অন্তরায় বলে জানিয়েছেন দলটির কো-চেয়ারম্যান ও রংপুরের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নিয়ে রাজনৈতিক দলগুলোর মত-দ্বিমতের মাঝেই নিজেদের অবস্থান পরিষ্কার করল দলটির শীর্ষ এ নেতা।

 

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে রংপুরে দলীয় কার্যালয়ে দলের বিভাগীয় প্রতিনিধি সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান।

 

 

মোস্তফা বলেন, ‘আমরা কোনো দল নিষিদ্ধের পক্ষে না, দলের সংস্কার হতে পারে। আওয়ামী লীগের সব লোক যে দোষী তা কিন্তু নয়। যারা অপরাধী তাদের আইনের আওতায় নিয়ে এসে বিচার করেন। কিন্তু অনেক মানুষ আছে নির্দোষ যারা কোন অপরাধের সঙ্গে যুক্ত নয় তারা কেন বঞ্চিত থাকবেন। কোনো দল নিষিদ্ধ করা ‘ইনক্লুসিভ’ নির্বাচনের অন্তরায়।’

 

তিনি বলেন, ‘যারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তারা যে দলেরই হোক না কেন প্রচলিত আইনের আওতায় এনে তাদের সাজা দিতে হবে। আমরা চাই সবাই মিলে অংশগ্রহণমূলক নির্বাচনে অংশ নিতে।’

 

রংপুরের সাবেক এ মেয়র বলেন, ‘সংলাপে অংশগ্রহণে জাতীয় পার্টিকে আমন্ত্রণ না জানাতে প্রধান উপদেষ্টার কাছে দাবি তুলেছিলেন কয়েকজন সমন্বয়ক। কিন্তু এখন পর্যন্ত প্রধান উপদেষ্টা তা গ্রহণ করেননি। সামনে কোনো সংলাপে জাতীয় পার্টিকে ডাকা না হতে পারে।

 

 

প্রেসার গ্রুপের কাছ থেকে কথা শুনে যদি অন্তর্বর্তী সরকার চলে তাহলে এ সরকার মেরুদণ্ডহীন হবে। সংলাপে জাতীয় পার্টিকে ডাকা নিয়ে প্রধান উপদেষ্টা বা উপদেষ্টা পরিষদের মুখপাত্রের কাছ থেকে সরাসরি শুনতে চাই। ডাকুক বা না ডাকুক আমরা আছি,দল সংগঠিত করছি।’

 

বিভাগীয় প্রতিনিধি সভায় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য ও রংপুর বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, প্রেসিডিয়াম সদস্য এসএম ইয়াসির,যুগ্ম মহাসচিব হাজী আব্দুর রাজ্জাকসহ ভাগের আট জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।