ঢাকা , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে

সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান আরিফুল আলম

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম দফার নির্বাচনে চেয়ারম্যান পদে বিপুল ভোটে জয়ী হয়েছেন আনারস প্রতীকের আরিফুল আলম চৌধুরী রাজু। তিনি পেয়েছেন ৫৯ হাজার ৭৯৫ ভোট।

 

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দোয়াত কলম প্রতীকের মহিউদ্দিন আহমেদ মঞ্জু পেয়েছেন মাত্র ১১ হাজার ১৮৬ ভোট।

 

 

এছাড়া অন্য দুই পদের মধ্যে পুরুষ উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন উড়োজাহাজ প্রতীকের কাজী গোলাম মহিউদ্দিন।

 

তিনি পেয়েছেন ৬৮ হাজার ২০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টিউবওয়েল প্রতীকের জালাল আহমেদ পেয়েছেন ১১ হাজার ২৩০ ভোট।

 

 

মহিলা ভাইস চেয়ারম্যান পদে পদ্মফুল প্রতীকে শাহিনুর আক্তার বিউটি ৫৪ হাজার ৭৯২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হাঁস প্রতীকের শামীমা আক্তার পেয়েছেন ৮ হাজার ৮০৯ ভোট। আর ফুটবল প্রতীকের হামিদা আক্তার  পেয়েছেন ৫ হাজার ৬০৭ ভোট।

 

বুধবার (৮ মে) ভোট গণনা পরবর্তী বেসরকারিভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম।

 

 

এর আগে বুধবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত শান্তিপূর্ণভাবে টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

 

 

উপজেলায় মোট ভোটার ছিলেন ৩ লাখ ২৪ হাজার ২৪০ জন। এরমধ্যে পুরুষ ভোটার এক লাখ ৭২ হাজার ৩৩ জন এবং এক লাখ ৫২ হাজার ২০৬ জন মহিলা ভোটার। মোট ৯২টি ভোটকেন্দ্রে বুথ ছিল ৮০০টি।

 

আপনার মন্তব্য প্রদান করুন

Your email address will not be published. Required fields are marked *

অন্য ইমেইল

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে

সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান আরিফুল আলম

প্রকাশিত : ০২:১০:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম দফার নির্বাচনে চেয়ারম্যান পদে বিপুল ভোটে জয়ী হয়েছেন আনারস প্রতীকের আরিফুল আলম চৌধুরী রাজু। তিনি পেয়েছেন ৫৯ হাজার ৭৯৫ ভোট।

 

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দোয়াত কলম প্রতীকের মহিউদ্দিন আহমেদ মঞ্জু পেয়েছেন মাত্র ১১ হাজার ১৮৬ ভোট।

 

 

এছাড়া অন্য দুই পদের মধ্যে পুরুষ উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন উড়োজাহাজ প্রতীকের কাজী গোলাম মহিউদ্দিন।

 

তিনি পেয়েছেন ৬৮ হাজার ২০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টিউবওয়েল প্রতীকের জালাল আহমেদ পেয়েছেন ১১ হাজার ২৩০ ভোট।

 

 

মহিলা ভাইস চেয়ারম্যান পদে পদ্মফুল প্রতীকে শাহিনুর আক্তার বিউটি ৫৪ হাজার ৭৯২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হাঁস প্রতীকের শামীমা আক্তার পেয়েছেন ৮ হাজার ৮০৯ ভোট। আর ফুটবল প্রতীকের হামিদা আক্তার  পেয়েছেন ৫ হাজার ৬০৭ ভোট।

 

বুধবার (৮ মে) ভোট গণনা পরবর্তী বেসরকারিভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম।

 

 

এর আগে বুধবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত শান্তিপূর্ণভাবে টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

 

 

উপজেলায় মোট ভোটার ছিলেন ৩ লাখ ২৪ হাজার ২৪০ জন। এরমধ্যে পুরুষ ভোটার এক লাখ ৭২ হাজার ৩৩ জন এবং এক লাখ ৫২ হাজার ২০৬ জন মহিলা ভোটার। মোট ৯২টি ভোটকেন্দ্রে বুথ ছিল ৮০০টি।