আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে বিকেল ৪টায় মাঠে নামছে বাংলাদেশ, তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে পাচ্ছে না টাইগাররা। এমআরআই রিপোর্টে শান্তর কুঁচকির চোট গুরুতর হওয়ায় তাকে মাঠের বাইরে থাকতে হচ্ছে।
দ্বিতীয় ওয়ানডেতে এই চোট পাওয়ার পর ফিল্ডিংয়ে তার ভূমিকা ছিল সীমিত। মুশফিকুর রহিম আগেই চোটের কারণে ছিটকে যাওয়ায় বাংলাদেশের স্কোয়াড কার্যত কমে এসেছে মাত্র ১৩ জনে।
শান্তর অনুপস্থিতিতে দলে ব্যাকআপ ব্যাটার হিসেবে আছেন জাকির হাসান। গত ম্যাচে শান্তর পরিবর্তে ফিল্ডিং করতে নেমে তিনিও হালকা চোট পান, তবে এটি গুরুতর নয়। এই ম্যাচে শান্তর জায়গায় তার খেলার সম্ভাবনা রয়েছে। তবে দলটির কম্বিনেশন ঠিক রাখতে তাকে একাদশে রাখার সিদ্ধান্ত নিতে হবে ব্যবস্থাপনা দলকে।
আজকের ম্যাচে বাংলাদেশ তিন পেসার ও একজন বিশেষজ্ঞ স্পিনার নিয়ে খেলবে। স্পিন বিভাগে নাসুম আহমেদ গত ম্যাচে ভালো পারফর্ম করেছেন, ফলে আজও তাকেই মূল স্পিনার হিসেবে দেখা যাবে। অধিনায়কের দায়িত্ব পালন করবেন মেহেদী হাসান মিরাজ, যিনি এই পরিস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে প্রস্তুত।
শান্ত ও মুশফিকের অনুপস্থিতিতে দলের কম্বিনেশন ও ব্যাটিং শক্তির ওপর নতুন চাপ পড়েছে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে এই পরিবর্তনগুলো কীভাবে প্রভাব ফেলবে, তা দেখার জন্য অপেক্ষায় রয়েছে ক্রিকেটপ্রেমীরা।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, জাকের আলি (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।