ইতালির প্রথম নারী টেনিস তারকা হিসেবে উইম্বলডনের ফাইনালে উঠেছিলেন জেসমিন পাওলিনি; কিন্তু চ্যাম্পিয়ন হতে পারলেন না। তাকে ৬-২, ২-৬, ৬-৪ গেমে হারিয়ে উইম্বলডনের নতুন রানী হিসেবে আত্মপ্রকাশ করেছেন চেক তারকা বার্বোরা ক্রেচিকোভা।
তিন বছরের ব্যবধানে তিনি দ্বিতীয় গ্র্যান্ডস্লাম জিতলেন। চেক তারকা ক্রেচিকোভা ২০২১ সালে ফরাসি ওপেন জিতেছিলেন। ওটাই ছিল ২৮ বছরের নারী তারকার প্রথম গ্র্যান্ডস্লাম। এবার দ্বিতীয় মেজর টাইটেল হিসেবে তিনি জিতলেন উইম্বলডন।
অল-ইংল্যান্ড লন টেনিস ক্লাবের সেন্টার কোর্টে প্রথম সেট জিতে এগিয়ে যান বার্বোরা ক্রেচিকোভা। এরপর দ্বিতীয় সেট জিতে ঘুরে দাঁড়ান পাওলিনি। শেষ সেটে ১৭ দিনের ছোট পাওলিনিকে হারিয়ে শিরোপা তুলে ধরেন ক্রেচিকোভা।