কলকাতার সময়ের আলোচিত নায়িকা কৌশানী মুখার্জি। বাংলাদেশের বেশ কিছু সিনেমায় কাজ করেছেন এই সুন্দরী। এবারের পূজায় মুক্তি পাচ্ছে অভিনেত্রীর ‘বহুরূপী’ চলচ্চিত্র। এরই মধ্যে মুখ ও মুখোশ খেলার অ্যাকশনের টিজার সাড়া ফেলেছে।
নতুন সিনেমায় ‘ঝিমলি’ রূপে হাজির হচ্ছেন কৌশানী। তার বিপরীতে রয়েছেন শিবপ্রসাদ মুখার্জি। তাদের ‘শিমূল-পলাশ’ গানটিও বেশ জনপ্রিয়তা পেয়েছে।
বৃহস্পতিবার ছিল সিনেমার দ্বিতীয় গান ‘আজ সারা বেলা’-এর মিউজিক লঞ্চ ইভেন্ট। সেখানে নিজের জীবনে আসা মুখোশধারীদের নিয়ে মুখ খোলেন কৌশানী।
নায়িকার বলেন, ‘আমি যদি চিনতে পারতাম তাহলে তো খুবই ভালো হতো। আমি অনেকবার ধাক্কা খেয়েছি, অনেকবার লাথি খেয়েছি, কিন্তু তাতেও আমি পুরোটা শিখে উঠতে পারিনি। এখন সব মুখোশধারীদের চেনার প্রসেসে আছি।
আমি খুব তাড়াতাড়ি বিপরীতের মানুষটাকে নিজের মতো ভেবে ফেলি। ভুল করে আমার নিজের কথা বলে ফেলি, নিজেকে উজাড় করে দেই। এটাই আমার প্রকৃতি, সবারই না অনেকগুলো মুখোশ থাকে, যদি সেটা চিনে ফেলতে পারতাম তাহলে হয়ত অনেক বড় জায়গা যেতে পারতাম।’
ক্যারিয়ারে পারবো না আমি ছাড়তে তোকে, কেলোর কীর্তি, তোমাকে চাই, তুমি আসবে বলেসহ বহু সিনেমা উপহার দিয়েছেন কৌশানী। ব্যক্তিজীবনে নায়ক বনি সেনগুপ্তের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন তিনি।