ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

কারা দিল গায়ক অর্ণবের স্ত্রীকে হত্যার হুমকি

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ১০:৪৫:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪
  • ৯৮

সংগীতশিল্পী সায়ান চৌধুরী অর্ণব। তার স্ত্রী ভারতীয় শিল্পী সুনিধি নায়েক। সম্প্রতি তিনি হত্যার হুমকি পেয়েছেন। ভারতীয় একটি গণমাধ্যমের সূত্রে এমনটাই জানা গেছে।

 

গণমাধ্যমটিতে সুনিধি দাবি করেন, বর্তমানে তিনি কলকাতার একটি ভাড়া বাসায় থাকেন। যেখানে বুধবার (১১ সেপ্টেম্বর) তিনি একা ছিলেন। এদিন দুপুর বেলা হঠাৎ তিনি দেখতে পান, তার বাসার আশেপাশে সন্দেহভাজন কিছু লোক ঘুরছে।

 

 

এরপর তার মোবাইল ফোনে ভিডিও কলে ‘হায়দরাবাদের সিবিআই’ পরিচয় দিয়ে তাকে হত্যার হুমকি দিতে থাকেন। এছাড়া তাকে একের পর এক বিভিন্ন বিষয়ে হুমকি দেওয়া হয়।

 

এরপর সুনিধি শান্তিনিকেতন থানা ও এসডিপি অফিসে অভিযোগ করেন। তার অভিযোগের প্রেক্ষিতে ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে।

 

 

এ বিষয়ে সুনিধি বলেন, ‘তারা আমার ব্যাপারে সব ধরনের তথ্য জানেন। তাদের কথা অনুযায়ী তারা আমাকে দীর্ঘ দিন ধরে ফলো করছেন। কিন্তু আমার নজরে আসেনি। এরপর বুধবার যখন আমার এবং আমার বাবার ব্যাংক অ্যাকাউন্টের সব তথ্য বলা শুরু করে আমি হতবাক হয়ে যাই। তারা আমকে বেশ কিছু জালিয়াতির বিষয়ে অভিযোগ করে। যার সঙ্গে আমি যুক্ত নই। তাদের কথা শুনে আমি তৎক্ষণাৎ কি করবো বুঝতে পাড়ছিলাম না। এরপর তারা আমার কাছে রুপি দাবি করে। যা আমি না বুঝেই তাদের দিয়ে দেই। এরপর আমাকেসহ আমার পরিবারকে হত্যা করার হুমকি দেওয়া হয়।’

 

 

সুনিধির এই বিষয়টি নিয়ে ইতোমধ্যেই ভারতীয় গণমাধ্যমে তোলপাড় শুরু হয়েছে। অনেকেই নিজেদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন। অর্ণব ও সুনিধি দুজনই বিশ্বভারতীর শিক্ষার্থী। ২০২০ সালের ২৮ অক্টোবর তারা বিয়ে করেন।

 

 

আপনার মন্তব্য প্রদান করুন

Your email address will not be published. Required fields are marked *

অন্য ইমেইল

কারা দিল গায়ক অর্ণবের স্ত্রীকে হত্যার হুমকি

প্রকাশিত : ১০:৪৫:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪

সংগীতশিল্পী সায়ান চৌধুরী অর্ণব। তার স্ত্রী ভারতীয় শিল্পী সুনিধি নায়েক। সম্প্রতি তিনি হত্যার হুমকি পেয়েছেন। ভারতীয় একটি গণমাধ্যমের সূত্রে এমনটাই জানা গেছে।

 

গণমাধ্যমটিতে সুনিধি দাবি করেন, বর্তমানে তিনি কলকাতার একটি ভাড়া বাসায় থাকেন। যেখানে বুধবার (১১ সেপ্টেম্বর) তিনি একা ছিলেন। এদিন দুপুর বেলা হঠাৎ তিনি দেখতে পান, তার বাসার আশেপাশে সন্দেহভাজন কিছু লোক ঘুরছে।

 

 

এরপর তার মোবাইল ফোনে ভিডিও কলে ‘হায়দরাবাদের সিবিআই’ পরিচয় দিয়ে তাকে হত্যার হুমকি দিতে থাকেন। এছাড়া তাকে একের পর এক বিভিন্ন বিষয়ে হুমকি দেওয়া হয়।

 

এরপর সুনিধি শান্তিনিকেতন থানা ও এসডিপি অফিসে অভিযোগ করেন। তার অভিযোগের প্রেক্ষিতে ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে।

 

 

এ বিষয়ে সুনিধি বলেন, ‘তারা আমার ব্যাপারে সব ধরনের তথ্য জানেন। তাদের কথা অনুযায়ী তারা আমাকে দীর্ঘ দিন ধরে ফলো করছেন। কিন্তু আমার নজরে আসেনি। এরপর বুধবার যখন আমার এবং আমার বাবার ব্যাংক অ্যাকাউন্টের সব তথ্য বলা শুরু করে আমি হতবাক হয়ে যাই। তারা আমকে বেশ কিছু জালিয়াতির বিষয়ে অভিযোগ করে। যার সঙ্গে আমি যুক্ত নই। তাদের কথা শুনে আমি তৎক্ষণাৎ কি করবো বুঝতে পাড়ছিলাম না। এরপর তারা আমার কাছে রুপি দাবি করে। যা আমি না বুঝেই তাদের দিয়ে দেই। এরপর আমাকেসহ আমার পরিবারকে হত্যা করার হুমকি দেওয়া হয়।’

 

 

সুনিধির এই বিষয়টি নিয়ে ইতোমধ্যেই ভারতীয় গণমাধ্যমে তোলপাড় শুরু হয়েছে। অনেকেই নিজেদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন। অর্ণব ও সুনিধি দুজনই বিশ্বভারতীর শিক্ষার্থী। ২০২০ সালের ২৮ অক্টোবর তারা বিয়ে করেন।