ঢাকা , বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

ঘন কুয়াশা: পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

 

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ভোরে ঘন কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নৌপথ অস্পষ্ট হয়ে যায়। পরে ভোর ৬টায় পাটুরিয়া-দৌলতদিয়া এবং ভোর সাড়ে ৫টায় আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখেন কর্তৃপক্ষ।

 

 

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের বাণিজ্য বিভাগের ডিজিএম নাসির হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, রোববার মধ্যরাতের পর থেকে মানিকগঞ্জের পদ্মা-যমুনায় কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। এতে নৌরুটে ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে যায় এবং ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে পড়ে। এ জন্য নৌরুটে দুর্ঘটনা এড়াতে ভোর থেকে পাটুরিয়া দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

 

 

এ সময় আরিচা-কাজিরহাট নৌরুটের মাঝ যমুনায় যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকা পড়ে দুটি ফেরি। নদী এলাকায় কুয়াশার প্রকোপ কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে বলেও জানান তিনি।

আপনার মন্তব্য প্রদান করুন

Your email address will not be published. Required fields are marked *

অন্য ইমেইল

ঘন কুয়াশা: পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

প্রকাশিত : ০৯:৩০:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪

ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

 

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ভোরে ঘন কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নৌপথ অস্পষ্ট হয়ে যায়। পরে ভোর ৬টায় পাটুরিয়া-দৌলতদিয়া এবং ভোর সাড়ে ৫টায় আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখেন কর্তৃপক্ষ।

 

 

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের বাণিজ্য বিভাগের ডিজিএম নাসির হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, রোববার মধ্যরাতের পর থেকে মানিকগঞ্জের পদ্মা-যমুনায় কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। এতে নৌরুটে ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে যায় এবং ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে পড়ে। এ জন্য নৌরুটে দুর্ঘটনা এড়াতে ভোর থেকে পাটুরিয়া দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

 

 

এ সময় আরিচা-কাজিরহাট নৌরুটের মাঝ যমুনায় যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকা পড়ে দুটি ফেরি। নদী এলাকায় কুয়াশার প্রকোপ কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে বলেও জানান তিনি।