ঢাকা , শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

চট্টগ্রাম কলেজের সাথে ১৯৭৭ ব্যাচের বৃত্তি চুক্তি স্বাক্ষর

চট্টগ্রাম সরকারি কলেজের সাথে একই কলেজের ১৯৭৭ সালের উচ্চ মাধ্যমিকের প্রাক্তন শিক্ষার্থী পরিষদ ভালাবাসার-৭৭’র সাথে ৫ লক্ষ টাকার বৃত্তি প্রদান চুক্তি স্বাক্ষর হয়েছে।

 

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে কলেজ ক্যাম্পাসে চট্টগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরীর সাথে চুক্তি স্বাক্ষর করেন ১৯৭৭ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা।

 

 

 

এ সময় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ভালাবাসা-৭৭ এর পক্ষে উপস্থিত ছিলেন অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাসান, ইঞ্জিনিয়ার এস.এম. এ হান্নান, নাজমুল আলম চৌধুরী, ইঞ্জিনিয়ার কাজী এয়াকুব সিরাজদৌল্লাহ, শাহেদা বেগম, হাবিবুল মুহিত, অ্যাডভোকেট এটি.এম আফতাব উানি ও এনামুল হক চৌধুরী।

 

 

এ ছাড়াও চট্টগ্রাম সরকারি কলেজের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী, উপাধ্যক্ষ প্রফেসর সুব্রত বিকাশ বুড়য়া, রসায়ন বিভাগের প্রধান প্রফেসর ড. কনক বড়ুয়া ও ইংরেজি বিভাগের প্রধান প্রফেসর নাজমা জলিল।

 

বৃত্তি প্রদানে সামগ্রিক সহযোগিতা প্রদান করেন এম এ হান্নান, ক্যাপ্টেন মাহফুজুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল হালিম, অধ্যাপক ডা. এম আলমগীর চৌধুরী ও লিটন ওয়াজিউল্লাহ।

 

 

এ সময় চট্টগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী উচ্চ মাধ্যমিক ১৯৭৭ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী পরিষদ ভালাবাসা-৭৭ পক্ষে এই বৃত্তি প্রদান চালু করার জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

 

উল্লেখ্য: চট্টগ্রাম কলেজের অধ্যয়নরত শিক্ষার্থীদের একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার উপর ভিত্তি করে মানবিক ও বিজ্ঞান বিভাগের ২জন করে মোট ৪ জন মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীর মাঝে এই বৃত্তি দেওয়া হয়।

 

 

জানা যায়’ ‘এই বৃত্তির জন্য প্রতি বছর চকবাজার ইসলামী ব্যাংকে চট্টগ্রাম কলেজ ভালাবাসা-৭৭ মেরিট স্কলারশীপ” শিরোনামে মোট ৫ লক্ষ টাকার ওয়াকফ হিসাব খোলা হয়। এবং একই শিরোনামে একটি সঞ্চয়ী হিসাবও খোলা হয় যার স্বাক্ষরকারী থাকবেন চট্টগ্রাম কলেজ থেকে বৃত্তি পরিষদের সভাপতি হিসেবে অধ্যক্ষ ও সদস্য হিসেবে থাকবেন ইংরেজি এবং রসায়ন বিভাগের প্রধান।

 

এ ছাড়াও প্রতি বছর সভাপতি ও বাকি দুই জন সদস্যের যে কোন একজনে যৌথ স্বাক্ষরে সঞ্চয়ী হিসাব থেকে ওয়াকফ হিসাবের বার্ষিক লভ্যাংশ উত্তোলন করে ৪জন শিক্ষার্থীকে এই বৃত্তি প্রদান করা হবে। এখানে আরও উল্লেখ যে, প্রতি বছর বার্ষিক লভ্যাংশ সঞ্চয়ী হিসাবে স্বংক্রিয়ভাবে স্থানান্তর হবে।

আপনার মন্তব্য প্রদান করুন

Your email address will not be published. Required fields are marked *

অন্য ইমেইল

চট্টগ্রাম কলেজের সাথে ১৯৭৭ ব্যাচের বৃত্তি চুক্তি স্বাক্ষর

প্রকাশিত : ০১:০১:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪

চট্টগ্রাম সরকারি কলেজের সাথে একই কলেজের ১৯৭৭ সালের উচ্চ মাধ্যমিকের প্রাক্তন শিক্ষার্থী পরিষদ ভালাবাসার-৭৭’র সাথে ৫ লক্ষ টাকার বৃত্তি প্রদান চুক্তি স্বাক্ষর হয়েছে।

 

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে কলেজ ক্যাম্পাসে চট্টগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরীর সাথে চুক্তি স্বাক্ষর করেন ১৯৭৭ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা।

 

 

 

এ সময় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ভালাবাসা-৭৭ এর পক্ষে উপস্থিত ছিলেন অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাসান, ইঞ্জিনিয়ার এস.এম. এ হান্নান, নাজমুল আলম চৌধুরী, ইঞ্জিনিয়ার কাজী এয়াকুব সিরাজদৌল্লাহ, শাহেদা বেগম, হাবিবুল মুহিত, অ্যাডভোকেট এটি.এম আফতাব উানি ও এনামুল হক চৌধুরী।

 

 

এ ছাড়াও চট্টগ্রাম সরকারি কলেজের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী, উপাধ্যক্ষ প্রফেসর সুব্রত বিকাশ বুড়য়া, রসায়ন বিভাগের প্রধান প্রফেসর ড. কনক বড়ুয়া ও ইংরেজি বিভাগের প্রধান প্রফেসর নাজমা জলিল।

 

বৃত্তি প্রদানে সামগ্রিক সহযোগিতা প্রদান করেন এম এ হান্নান, ক্যাপ্টেন মাহফুজুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল হালিম, অধ্যাপক ডা. এম আলমগীর চৌধুরী ও লিটন ওয়াজিউল্লাহ।

 

 

এ সময় চট্টগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী উচ্চ মাধ্যমিক ১৯৭৭ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী পরিষদ ভালাবাসা-৭৭ পক্ষে এই বৃত্তি প্রদান চালু করার জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

 

উল্লেখ্য: চট্টগ্রাম কলেজের অধ্যয়নরত শিক্ষার্থীদের একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার উপর ভিত্তি করে মানবিক ও বিজ্ঞান বিভাগের ২জন করে মোট ৪ জন মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীর মাঝে এই বৃত্তি দেওয়া হয়।

 

 

জানা যায়’ ‘এই বৃত্তির জন্য প্রতি বছর চকবাজার ইসলামী ব্যাংকে চট্টগ্রাম কলেজ ভালাবাসা-৭৭ মেরিট স্কলারশীপ” শিরোনামে মোট ৫ লক্ষ টাকার ওয়াকফ হিসাব খোলা হয়। এবং একই শিরোনামে একটি সঞ্চয়ী হিসাবও খোলা হয় যার স্বাক্ষরকারী থাকবেন চট্টগ্রাম কলেজ থেকে বৃত্তি পরিষদের সভাপতি হিসেবে অধ্যক্ষ ও সদস্য হিসেবে থাকবেন ইংরেজি এবং রসায়ন বিভাগের প্রধান।

 

এ ছাড়াও প্রতি বছর সভাপতি ও বাকি দুই জন সদস্যের যে কোন একজনে যৌথ স্বাক্ষরে সঞ্চয়ী হিসাব থেকে ওয়াকফ হিসাবের বার্ষিক লভ্যাংশ উত্তোলন করে ৪জন শিক্ষার্থীকে এই বৃত্তি প্রদান করা হবে। এখানে আরও উল্লেখ যে, প্রতি বছর বার্ষিক লভ্যাংশ সঞ্চয়ী হিসাবে স্বংক্রিয়ভাবে স্থানান্তর হবে।