ঢাকা , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
হোছাইন ও নুরী মন ভাইস-চেয়ারম্যান নির্বাচিত

বাঁশখালী উপজেলার চেয়ারম্যান হলেন খোরশেদ আলম

বাঁশখালী উপজেলা পরিষদ নির্বাচনে ৬১ হাজার ৫১১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম।

 

 

বুধবার (৫ জুন) রাতে ভোট গননা শেষে নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ ফলাফল ঘোষণা করা হয়।

 

ঘোষিত ফলাফলে দেখা যায়, দোয়াত কলম প্রতীকের প্রার্থী খোরশেদ আলম পেয়েছেন ৬১ হাজার ৫১১  ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের প্রার্থী বাঁশখালী উপজেলার সাবেক সভাপতি মুহাম্মদ এমরানুল হক পেয়েছেন ২১ হাজার ৯৭৯ ভোট।

 

 

এছাড়া, অন্য দুই প্রার্থী মোটরসাইকেল প্রতীকের জাহিদুল হক চৌধুরী ৩৭৬ ভোট এবং ঘোড়া প্রতীকের শেখ ফখরু উদ্দিন চৌধুরী পেয়েছেন ১ হাজার ২৬৯ ভোট।

 

 

বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জেসমিন আক্তার বলেন, ‘নির্বাচনে মোট ৩ লাখ ৭৬ হাজার ৯০৬ জন ভোটারের বিপরীতে ভোট পড়েছে ৮৭ হাজার ১৮২টি। যা মোট ভোটারের ২৩ দশমিক ১৩ শতাংশ। এ উপজেলায় ভোট বাতিল হয়েছে ২ হাজার ৪৭ ভোট।’

আপনার মন্তব্য প্রদান করুন

Your email address will not be published. Required fields are marked *

অন্য ইমেইল

হোছাইন ও নুরী মন ভাইস-চেয়ারম্যান নির্বাচিত

বাঁশখালী উপজেলার চেয়ারম্যান হলেন খোরশেদ আলম

প্রকাশিত : ০১:৪৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪

বাঁশখালী উপজেলা পরিষদ নির্বাচনে ৬১ হাজার ৫১১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম।

 

 

বুধবার (৫ জুন) রাতে ভোট গননা শেষে নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ ফলাফল ঘোষণা করা হয়।

 

ঘোষিত ফলাফলে দেখা যায়, দোয়াত কলম প্রতীকের প্রার্থী খোরশেদ আলম পেয়েছেন ৬১ হাজার ৫১১  ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের প্রার্থী বাঁশখালী উপজেলার সাবেক সভাপতি মুহাম্মদ এমরানুল হক পেয়েছেন ২১ হাজার ৯৭৯ ভোট।

 

 

এছাড়া, অন্য দুই প্রার্থী মোটরসাইকেল প্রতীকের জাহিদুল হক চৌধুরী ৩৭৬ ভোট এবং ঘোড়া প্রতীকের শেখ ফখরু উদ্দিন চৌধুরী পেয়েছেন ১ হাজার ২৬৯ ভোট।

 

 

বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জেসমিন আক্তার বলেন, ‘নির্বাচনে মোট ৩ লাখ ৭৬ হাজার ৯০৬ জন ভোটারের বিপরীতে ভোট পড়েছে ৮৭ হাজার ১৮২টি। যা মোট ভোটারের ২৩ দশমিক ১৩ শতাংশ। এ উপজেলায় ভোট বাতিল হয়েছে ২ হাজার ৪৭ ভোট।’