বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নির্বাচনে মোট ৫২ মনোনয়নপত্র জমা পড়েছে। সব পদের বিপরীতে একাধিক প্রার্থী আছেন। যার অর্থ, মনোনয়নপত্র প্রত্যাহার বা বাতিল না হলে ভোটযুদ্ধ হওয়ার কথা সবগুলো পদে।
সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনজন—তাবিথ এম আউয়াল, এ এফ এম মিজানুর রহমান চৌধুরী ও মো. শাহাদাৎ হোসেন। এ পদে মনোনয়নপত্র কিনেছিলেন আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান, কিন্তু তিনি মনোনয়নপত্র জমা দেননি।
সিনিয়র সহসভাপতি পদে আগের দিন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন বসুন্ধরা কিংসের প্রেসিডেন্ট ইমরুল হাসান। মঙ্গলবার (১৫ অক্টোবর) জমা দিয়েছেন তরফদার রুহুল আমীন।
এ ছাড়া সহসভাপতি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাতজন—ওয়াহিদ উদ্দিন চৌধুরী, ফাহাদ মো. আহমেদ করিম, মো. নাসের শাহরিয়ার জাহেদী, সাব্বির আহমেদ আরেফ, সৈয়দ রুম্মান বিন ওয়ালী সাব্বির, শফিকুল ইসলাম মানিক ও মো. ইকবাল হোসেন।
আর সদস্যপদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪০ জন। তারা হলেন—মাহমুদা খাতুন, মো. নজরুল ইসলাম, সৈয়দ মো. শহিদুল ইসলাম, মো. ইয়াকুব আলী, মো. মঞ্জুরুল করিম, আমিরুল ইসলাম বাবু, মো. ইকবাল হাসান জনি, মো. আব্দুল হাফিজ, মাহিউদ্দিন আহমেদ সেলিম, সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন।
কামরুল হাসান হিলটন, এ বি এম মঞ্জুরুল আলম দুলাল, গোলাম গাউস, জাকির হোসেন চৌধুরী, মাহফুজা আক্তার, মো. ইকবাল হোসেন, মো. সাইফুল ইসলাম এ এন এম আমিনুল হক মামুন, মো. শাহীন হোসেন, মো. এখলাস উদ্দিন, মহিদুর রহমান মিরাজ, মো. শাহাদাৎ হোসেন, টিপু সুলতান, শাকিল মাহমুদ চৌধুরী, দেলোয়ার হোসেন, রওশন আক্তার (ডেইজি জাফর)।
খন্দকার রাকিবুল ইসলাম, মো. আমের খান, মো. সাইফুর রহমান মনি, সত্যজিৎ দাস রূপু, মানস চন্দ্র দাস, ইমতিয়াজ হামিদ, তাসমিয়া রেজওয়ানা, জসিমউদ্দিন খান খসরু, মো. মাহবুবুর রহমান, মো. ছাইদ হাসান কানন, রিয়াজউদ্দিন, মো. শফিকুল আজম ভূঁইয়া, এ কে এম নুরুজ্জামান এবং বিজন বড়ুয়া।
জমা হওয়া মনোনয়নপত্রের যাচাই-বাছাই হবে বুধবার (১৬ অক্টোবর)। ১৯ ও ২০ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ পাবেন প্রার্থীরা। এরপর ২৬ অক্টোবর হবে বাফুফে নির্বাচনের ভোটগ্রহণ।