ঢাকা , বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

পর্তুগালকে হারানোর পর জর্জিয়া পেলেন ১২৬ কোটি টাকা পুরস্কার!

গ্রুপ পর্বের শেষ ম্যাচে পর্তুগালকে হারানো জর্জিয়া দলের সদস্যদের জন্য ৩০ মিলিয়ন জর্জিয়ান লারি পুরস্কার ঘোষণা করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী বিডজিনা ইভানিশভিলি।

 

বাংলাদেশি মুদ্রায় পুরস্কারের অঙ্কটা দাঁড়াচ্ছে প্রায় ১২৬ কোটি টাকা। এখানেই থামেননি বিলিওনিয়ার দেশটির রাজনীতিবিদ ইভানিশভিলি। নকআউট পর্বের ম্যাচে সাবেক ইউরো চ্যাম্পিয়ন স্পেনকে হারাতে পারলে একই অঙ্কের বোনাস ঘোষণা করেছেন ৬৮ বছর বয়সী এ ব্যবসায়ী।

 

 

জর্জিয়া এবারই প্রথমবারের মতো ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ খেলছে। প্রথম মিশনেই পর্তুগালের মতো পরাশক্তিকে হারিয়েছে দেশটি। ২-০ গোলের ওই জয় জর্জিয়াকে নকআউট পর্বে নিয়ে গেছে। এ সম্পর্কে বিডজিনা ইভানিশভিলি বলেছেন, ‘পর্তুগালের বিপক্ষে জয়টা ছিল স্বপ্নের মতো এবং ঐতিহাসিক।’

 

 

নব্বইয়ের দশকে রাশিয়ায় গিয়ে ব্যাংকিং সেক্টরে বিনিয়োগের পাশাপাশি কম্পিউটার ও নানা ধাতব পদার্থের ব্যবসা শুরু করেন ইভানিশভিলি। প্রতিষ্ঠিত এ ব্যবসায়ী ২০১২ সালে ‘জর্জিয়ান ড্রিম’ নামের একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন। দলটি ২০১২ সাল থেকে ক্ষমতায় আছে। ২০১২ সালে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন ইভানিশভিলি, যদিও ১২ মাসের মধ্যেই পদ ছেড়ে দেন।

 

 

তুরস্কের কাছে ৩-১ গোলে হার দিয়ে ইউরো অভিযান শুরু হয়েছিল জর্জিয়ার। পরের ম্যাচে চেক প্রজাতন্ত্রের সঙ্গে ১-১ গোলে ড্র করে দলটি। তৃতীয় ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালকে ২-০ গোলে হারিয়ে হৈচৈ ফেলে দিয়েছে দেশটি। জর্জিয়ানদের বিশ্বাস, স্বপ্নযাত্রা আরও লম্বা হবে। সেটা করতে হলে স্পেনের মতো পরাশক্তিকে হারাতে হবে। তাতে দেশটির ফুটবল রেকর্ড লম্বা হওয়ার সঙ্গে খেলোয়াড় কোচিং স্টাফরা পাবেন আরও ১২৬ কোটি টাকার পুরস্কারও। পারবে তো জর্জিয়া!

 

আপনার মন্তব্য প্রদান করুন

Your email address will not be published. Required fields are marked *

অন্য ইমেইল

জনপ্রিয় সংবাদ

পর্তুগালকে হারানোর পর জর্জিয়া পেলেন ১২৬ কোটি টাকা পুরস্কার!

প্রকাশিত : ১১:৪৫:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪

গ্রুপ পর্বের শেষ ম্যাচে পর্তুগালকে হারানো জর্জিয়া দলের সদস্যদের জন্য ৩০ মিলিয়ন জর্জিয়ান লারি পুরস্কার ঘোষণা করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী বিডজিনা ইভানিশভিলি।

 

বাংলাদেশি মুদ্রায় পুরস্কারের অঙ্কটা দাঁড়াচ্ছে প্রায় ১২৬ কোটি টাকা। এখানেই থামেননি বিলিওনিয়ার দেশটির রাজনীতিবিদ ইভানিশভিলি। নকআউট পর্বের ম্যাচে সাবেক ইউরো চ্যাম্পিয়ন স্পেনকে হারাতে পারলে একই অঙ্কের বোনাস ঘোষণা করেছেন ৬৮ বছর বয়সী এ ব্যবসায়ী।

 

 

জর্জিয়া এবারই প্রথমবারের মতো ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ খেলছে। প্রথম মিশনেই পর্তুগালের মতো পরাশক্তিকে হারিয়েছে দেশটি। ২-০ গোলের ওই জয় জর্জিয়াকে নকআউট পর্বে নিয়ে গেছে। এ সম্পর্কে বিডজিনা ইভানিশভিলি বলেছেন, ‘পর্তুগালের বিপক্ষে জয়টা ছিল স্বপ্নের মতো এবং ঐতিহাসিক।’

 

 

নব্বইয়ের দশকে রাশিয়ায় গিয়ে ব্যাংকিং সেক্টরে বিনিয়োগের পাশাপাশি কম্পিউটার ও নানা ধাতব পদার্থের ব্যবসা শুরু করেন ইভানিশভিলি। প্রতিষ্ঠিত এ ব্যবসায়ী ২০১২ সালে ‘জর্জিয়ান ড্রিম’ নামের একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন। দলটি ২০১২ সাল থেকে ক্ষমতায় আছে। ২০১২ সালে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন ইভানিশভিলি, যদিও ১২ মাসের মধ্যেই পদ ছেড়ে দেন।

 

 

তুরস্কের কাছে ৩-১ গোলে হার দিয়ে ইউরো অভিযান শুরু হয়েছিল জর্জিয়ার। পরের ম্যাচে চেক প্রজাতন্ত্রের সঙ্গে ১-১ গোলে ড্র করে দলটি। তৃতীয় ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালকে ২-০ গোলে হারিয়ে হৈচৈ ফেলে দিয়েছে দেশটি। জর্জিয়ানদের বিশ্বাস, স্বপ্নযাত্রা আরও লম্বা হবে। সেটা করতে হলে স্পেনের মতো পরাশক্তিকে হারাতে হবে। তাতে দেশটির ফুটবল রেকর্ড লম্বা হওয়ার সঙ্গে খেলোয়াড় কোচিং স্টাফরা পাবেন আরও ১২৬ কোটি টাকার পুরস্কারও। পারবে তো জর্জিয়া!